Main Menu

হজ শেষ, দেশে ফিরছেন বাংলাদেশি হাজিরা

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এবার হজ পালন করা বাংলাদেশি হাজিরা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হয়েছে তাদের ফিরতি ফ্লাইট, যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন।

তাদের মধ্যে ১৯ জন সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন। চলতি হজ মৌসুমে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা নিয়েছে।

হজের অনুমোদন না থাকা সত্ত্বেও কার্যক্রম চালানোয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দেওয়া হয়েছে এবং আইন লঙ্ঘনের অভিযোগে ৪৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে হজ পালনের সময় এখন পর্যন্ত ১৮৮ জন বাংলাদেশি চিকিৎসা নিয়েছেন।

এছাড়া আরও ১৯ জন এখনও সৌদি আরবের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

এ বছর হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। হজযাত্রীদের সৌদি যাত্রা শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট ছিল ৩১ মে।

 

Share





Related News

Comments are Closed