Main Menu

মায়ের সামনেই যমুনায় ভেসে গেল স্কুলছাত্র

বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার বেড়া উপজেলার নতুন পেঁচাকোলা গ্রামের যমুনা নদীতে গোসলে নেমে স্রোতের টানে তলিয়ে গেছে এক স্কুলছাত্র। সোমবার (৯ জুন) বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়া ছাত্রের নাম উৎসব কর্মকার (১৬)। সে উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের নতুন পেঁচাকোলা গ্রামের উত্তম কর্মকারের ছেলে এবং ঢাকার একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। ঈদের ছুটিতে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল।

পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে উৎসব তার মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে নামে। সাঁতার জানলেও হঠাৎ স্রোতের টানে সে মায়ের সামনেই ভেসে যায়। স্থানীয়রা উদ্ধার চেষ্টা করলেও স্রোতের কারণে উৎসবকে বাঁচানো যায়নি।

খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চালায়।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হান্নান জানান, নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উৎসবকে খুঁজে পাওয়ার সম্ভাবনা কম। আপাতত উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে, তবে পরে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed