Main Menu

যাদুকাটা সেতুর কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (৯ জুন) সকাল ১১টায় সেতুর পশ্চিম পাড়ে গড়কাটি গ্রামের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আশপাশের ঘাগটিয়া, গড়কাটি, সুন্দর পাহাড়ি, জালর টেক, মানিগাঁও আদর্শ গ্রাম, জামবাগ, বাদাঘাট, মোল্লাপাড়া ও কামড়াবন্দ গ্রামের কয়েক শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনের সভাপতিত্ব করেন ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র কুমার রায়।

বক্তারা বলেন, যাদুকাটা সেতু আমাদের স্বপ্নের সেতু। এই এলাকার মানুষ এটাকে পদ্মা সেতুর মতোই হৃদয়ে স্থান দিয়েছেন।

তারা জানান, সেতুটি চালু হলে লাখো মানুষ কম খরচে, স্বল্প সময়ে যাতায়াত করতে পারবে। এতে শুধু স্থানীয় জনগণ নয়, সুনামগঞ্জের পর্যটন খাতও লাভবান হবে।

সেতুর কাজ শুরু হয়েছিল ২০১৮ সালের ১২ এপ্রিল, নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল আড়াই বছরের মধ্যে। কিন্তু সাত বছর পেরিয়ে গেলেও এখনো সেতুর নির্মাণ শেষ হয়নি। বরং গত এক বছর ধরে কাজ পুরোপুরি বন্ধ রয়েছে। বক্তারা অবিলম্বে নির্মাণকাজ পুনরায় শুরু করে দ্রুত শেষ করার দাবি জানান।

উল্লেখ্য, ৭৫০ মিটার দীর্ঘ এই সেতুর নামকরণ করা হয়েছে ‘শাহ আরেফিন (র.) ও অদ্বৈত মহাপ্রভু মৈত্রী সেতু’।

মানববন্ধনে বক্তব্য দেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, লেখক ও সমাজকর্মী আবুল হোসেন, গণকল্যান ফাউন্ডেশন তাহিরপুরের সভাপতি সারোয়ার হাসান, তাহিরপুর ছাত্রকল্যাণ পরিষদের এমসি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন, ঘাগটিয়া গণগ্রন্থাগারের আহ্বায়ক অমিও হাসান, প্রবোধ চন্দ্র রায়, সমাজকর্মী মাওলানা দেলোয়ার, কেন্দ্রীয় সদস্য, জাতীয় শিক্ষক ফোরাম এর সালমান আহমেদ সুজন, চিকিৎসাসেবা ফাউন্ডেশনের সদস্য নাজমুল ইসলাম, সমাজকর্মী গোলাম শহীদ, মানবজমিন সুনামগঞ্জ প্রতিনিধি এমএ রাজ্জাক, জনকণ্ঠ তাহিরপুর প্রতিনিধি আবির হাসান-মানিক, শিক্ষক পল্টু রায়, মুফতি নেছার আহমেদ, সুন্দর পাহাড়ি গ্রামের পক্ষে নজরুল ইসলাম প্রমুখ।

Share





Related News

Comments are Closed