মৌলভীবাজারে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৭ জুন) রাত ১০টার দিকে সদর উপজেলার শ্যামের কোনার কাছারি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শ্যামেরকোনা গ্রামের আনকার মিয়ার ছেলে জুবেদ মিয়া (২৮), কমলগঞ্জ উপজেলার চণ্ডিপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে কমরুল মিয়া (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শ্যামের কোনার কাছারি বাজার এলাকায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান কমরুল এবং জুবেদ। মাহবুব মিয়া নামে আরো একজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৌলভীবাজার সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়সাল জামান বলেন, এ হাসপাতালে তিনজনকেই আনা হয়েছিল। তাদের মধ্যে দুজন আগেই মারা যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্যজনকে ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।
Related News

মৌলভীবাজারে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয়Read More

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসি আবু জাফরের মতবিনিময়
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবিরের সাথেRead More
Comments are Closed