সিলেটে কখন কোথায় ঈদের জামায়াত

নিজস্ব প্রতিবেদক: প্রতিবছরের ন্যায় এবারও সিলেট নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে কোরবানী ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। শাহী ঈদগাহ কমিটির সেক্রেটারি মো. কামাল মিয়া কামরান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জামায়াতের আগে কোরবানীর ঈদের তাৎপর্য বিষয়ক বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান এবং নামাজে ইমামতি করবেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।
হজরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সকাল ৫টা ৪৫ মিনিটে বন্দর বাজার কালেক্টরেট মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।
অন্যদিকে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াত সকাল ৭টায়, দ্বিতীয় জামায়াত সকাল ৮টায় ও তৃতীয় জামায়াত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
এছাড়াও সিলেটের সরকারি আলীয়া মাদরাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সকাল সাড়ে ৭টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এখানে জামায়াতে ইমামতি করবেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। জামায়াতে মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে।
এছাড়াও পাঠানটুলা নবাবী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
এদিকে জেলা ও মহানগর পুলিশ সূত্র জানায়, এবছর পবিত্র ঈদুল আজহায় সিলেট নগরীতে মোট ৩৯০টি স্থানে পবিত্র ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১৪২টি ঈদগাহ ও খোলা স্থান এবং ২৪৮টি মসজিদে হবে এই ঈদের জামায়াত। আর সিলেট জেলায় ২ হাজার ৫৫১টি স্থানে পবিত্র ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ২ হাজার ২৭৪টি মসজিদে ও ২৭৭টি ঈদগাহে হবে পবিত্র ঈদুল আজহার জামায়াত।
Related News

বিশ্ব শিশুশ্রম দিবসে আকবেটের মানববন্ধন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: আমরা চাই শিশুশ্রম বাংলাদেশে থেকে নিম‚ল হোক। প্রতিটি শিশু যেন স্বাভাবিকভাবে বেড়েRead More

ঈদের ছুটিতে সিলেটে ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদুল আযহার ছুটিতে গ্রামের বাড়ীতে অবস্থানকালে সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় বসবাসকারীRead More
Comments are Closed