৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারডুবি, পুলিশ সদস্যসহ নিখোঁজ ৬

বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর হাতিয়া উপজেলার করিম বাজারসংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে।
শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ট্রলারটিতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ৩৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো নিখোঁজ রয়েছেন ৬ জন, যাদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন বলে জানা গেছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাসানচর থেকে করিম বাজার ঘাটের দিকে যাচ্ছিল যাত্রীবাহী ট্রলারটি। পথিমধ্যে বৈরী আবহাওয়ার কারণে উত্তাল হয়ে ওঠা মেঘনার ঢেউয়ে ট্রলারটি ডুবারচর এলাকায় ডুবে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। এখনো নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।
ওসি আরও জানান, নদীতে প্রচণ্ড স্রোত ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজে কিছুটা বাধার সম্মুখীন হতে হচ্ছে। তবে নিখোঁজদের জীবিত উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ ব্যক্তিদের পরিবার ও স্বজনরা নদীর তীরে ভিড় করছেন এবং তাদের ফিরে পাওয়ার আশায় উৎকণ্ঠায় সময় পার করছেন।
উল্লেখ্য, মেঘনা নদী প্রায়ই উত্তাল হয়ে ওঠে, বিশেষ করে বর্ষাকালে বা বৈরী আবহাওয়ার সময়। এ ধরনের দুর্ঘটনা এড়াতে নদীপথে যাত্রী পরিবহনে আরও সতর্কতা এবং নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।
Related News

মসজিদ থেকে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার, ইমাম ও মোয়াজ্জিন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর ময়না আক্তার (৯) নামে এক শিক্ষার্থীর লাশRead More

নোয়াখালী থেকে নিখোঁজ ২ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ারRead More
Comments are Closed