Main Menu

শাবিপ্রবি’র পিএমই বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম ও খনি প্রকৌশল (পিএমই) বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে টানা চার দিন ধরে ক্লাস ও পরীক্ষা বর্জন করছেন শিক্ষার্থীরা। তাঁরা বিভাগের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে সকল একাডেমিক ও গবেষণা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, পিএমই বিভাগে প্রভাষক পদে তাজবিউল ইসলামের নিয়োগে স্বচ্ছতা ও নিয়মনীতি মানা হয়নি। এ নিয়োগ বাতিলের দাবিতে তাঁরা গত শনিবার (১৭ মে) থেকে আন্দোলনে নেমেছেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তাঁরা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিন্ডিকেট সভায় নেওয়া সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

বিভাগীয় কার্যক্রম বন্ধ থাকায় পাঠদান ও গবেষণা কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

Share





Related News

Comments are Closed