ব্রিটেনের লুটন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন সিলেটের শাহানারা

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের লুটন বারা কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন সিলেটের শাহানারা নাসের (মমতা)।
মঙ্গলবার (২০ মে) কাউন্সিলের বার্ষিক সভায় তাঁকে ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। একই সভায় কাউন্সিলর এমি নিকলস লুটনের মেয়র নির্বাচিত হন।
শাহানারা নাসের লুটন বারা কাউন্সিলে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী হিসেবে ডেপুটি মেয়রের দায়িত্ব পেলেন। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
২০২৩ সালে লেবার পার্টির প্রার্থী হিসেবে লুটনের সেন্টস ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে বিপুল ভোটে নির্বাচিত হন শাহানারা।
তাঁর পৈতৃক বাড়ি বাংলাদেশের সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমকুনা গ্রামে। তিনি লুটনের কমিউনিটি নেতা শাহ আবু নাসের সাজনের স্ত্রী।
ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় শাহানারা নাসের বলেন, ‘কমিউনিটির মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। আমি চিরকাল মানুষের সেবা করে যেতে চাই। কাউন্সিলের সার্বিক উন্নয়ন এবং সব সম্প্রদায়ের নাগরিকের কল্যাণে কাজ করতে চাই।’
Related News

কানাডায় পানিতে ডুবে প্রাণ হারালেন দুই বাংলাদেশি
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় শান্ত স্টারজন লেক হঠাৎই রূপ নিলো মর্মন্তুদ এক ট্র্যাজেডিতে। প্রাণ হারালেনRead More

কার্ডিফে পবিত্র ঈদ উল আদ্বহা উদযাপন
সালেহ আহমদ (স’লিপক): বৃটেনের কার্ডিফে আত্মত্যাগ ও বিসর্জনের মহান বার্তাকে বুকে লালন করে মুসলিম কমিউনিটিRead More
Comments are Closed