Main Menu

বিপিজেএ’র নতুন কমিটিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহম্মাদ নাসির উদ্দিন শনিবার (১৭ মে) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি’র নতুন সভাপতি নাজমুল কবির পাভেল, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ও কোষাধ্যক্ষ জাবেদ আহমদসহ অন্যান্য পদে নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দনবার্তায় তারা বলেন-নবনির্বাচিতদের নেতৃত্বে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির কার্যক্রম আরো গতিশীল হবে। এছাড়া সিলেটে কর্মরত সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি আরও সুদৃঢ় ভূমিকা পালন করবে। নতুন নেতৃত্বের মাধ্যমে ফটো সাংবাদিকদের সকল স্বপ্নপূরর্ণ হবে।

Share





Related News

Comments are Closed