ভাতিজাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ৩ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজাসহ ৩ জনের প্রাণহানি হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে কামালেরপাড়া ইউনিয়নের পশ্চিম কামালেরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পশ্চিম কামালেরপাড়া গ্রামের একরাম আলীর ছেলে মোশারফ হোসেন (২২) মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২০) ও সাহেব আলীর ছেলে ইয়াকুব আলী (৫৫)।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় নিহত মোশরাফের বাবা একরাম আলী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মিলন মিয়া তার বসতবাড়ির ঘরের টিনের চাল পরিষ্কার করার জন্য ছাদে ওঠেন। সেখানে বিদ্যুতের সংযোগ লিকেজ হয়ে সম্পূর্ণ ছাদ বিদ্যুতায়িত হয়ে গেলে তিনি আটকা পড়েন। পরে তাকে উদ্ধার করতে গিয়ে তার চাচা মোশাররফ হোসেন এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন।
পরে তাদের রক্ষা করতে প্রতিবেশী যুবক মকবুল হোসেন এগিয়ে এলে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে মিলনের পরিবার বিষয়টি টের পেয়ে বৈদ্যুতিক মেইন সুইচ বন্ধ করে দ্রুত তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা হাসপাতালে নেন। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Related News

পঞ্চগড়ে নদী ও ডোবার পানিতে ডুবে দুইজনের মৃত্যু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জেলার সদর উপজেলায় সোমবার (৯ জুন) দুপুরে পৃথকRead More

দৃশ্যমান সংস্কার হলে এপ্রিলের মধ্যে নির্বাচনে দ্বিমত নেই: সারজিস আলম
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: ‘‘যদি দৃশ্যমান বিচারিক প্রক্রিয়াটি দেখতে পাই এবং মৌলিকRead More
Comments are Closed