মদিনার উদ্দেশে সিলেট ছাড়ল প্রথম হজ ফ্লাইট

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ৩৫০ ও ঢাকার ৫৮ জন হজযাত্রী নিয়ে সিলেট থেকে হজের প্রথম ফ্লাইট ছেড়ে গেছে।
বুধবার (১৪ মে) বিকেল ৫টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২৩৭ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয়।
ফ্লাইটটিতে সাধারণ যাত্রী ছিলেন আরও ৯জন। সবমিলিয়ে ফ্লাইটিতে যাত্রী ছিলেন ৪১৭জন। বাংলাদেশ বিমানের সিলেট জেলার ম্যানেজার শাহ নেওয়াজ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রথম ফ্লাইটটি ৫টা ২৫ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দর ছেড়ে গেছে। প্রথম ফ্লাইটে মোট ৪১৭জন যাত্রী ছিলেন। তারমধ্যে ৪০৮ জন ছিলেন হজ যাত্রী।
এবছর সিলেট থেকে হজে যাচ্ছেন ২,৬৩৯ জন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫টি ফ্লাইটে সরাসরি সৌদি যাবেন তারা। বুধবার প্রথম ফ্লাইটটি সরাসরি মদিনার উদ্দেশ্যে ছেড়ে গেছে। প্রথম ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিটের সময় পৌছানোর কথা।
এদিকে, হজের প্রথম ফ্লাইট উড্ডয়নের আগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বিমানবন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশ বিমানের জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শফিউল আলম। অনুষ্ঠান শেষে সকল হজ যাত্রীদের নিয়ে বিশেষ মোনাজাত করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার প্রথম ফ্লাইট সরাসরি মদিনায় যাচ্ছে। বাকি চারটি ফ্লাইট ওসমানী বিমানবন্দর থেকে জেদ্দায় যাবে। চারটি ফ্লাইটের মধ্যে দ্বিতীয় ফ্লাইট যাবে ২৩ মে বিকাল ৫টা ২৫ মিনিটে ( বিজি-২৩৫), তৃতীয় ফ্লাইট যাবে ২৫ মে বেলা ১টা ১৫ মিনিটে (বিজি-৩৩১), চতুর্থ ফ্লাইট যাবে ২৬ মে বিকাল ৪টা ৪৫ মিনিটে (বিজি-২৩৫) এবং সর্বশেষ ও পঞ্চম ফ্লাইট যাবে ২৯ মে বিকাল ৪টা ৪৫ মিনিটে (বিজি-২৩৫)।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, এবছর সরকারিভাবে ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন্য এবার হজে যাবেন। সিলেট অঞ্চলের হজযাত্রীদের নিবন্ধনসহ যাবতীয় কার্যক্রম সিলেটের তিনটি শীর্ষ এজেন্সির মাধ্যমে সম্পন্ন হয়েছে। এ বছর হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজের আগে ১১৮টি এবং হজের পরে ১০৯টি ফ্লাইট পরিচালনা করবে। হাজীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আসবে ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট আসবে ১০ জুলাই।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মোঃ হাফিজ আহমদ জানান, এই ফ্লাইটে যাত্রীর ধারণ ক্ষমতা ছিল ৪১৯জন। আজ ৪১৭জন যাচ্ছেন। আমরা প্রত্যেক যাত্রীকে সহযোগীতা করার চেষ্টা করেছি। যাত্রীরাও সন্তোষ্ট ছিলেন।
Related News

সিলেটে উপদেষ্টাদের গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলায়Read More

সিলেটের ধোপাগুল ও জৈন্তাপুরে ৩৫টি ক্রাশার মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জ্বালানী উপদেষ্টার নির্দেশনার একদিন পরই পৃথক অভিযানে অবৈধভাবে পরিচালিত ৩৫টি পাথরRead More
Comments are Closed