কুলাউড়ায় ভাতিজাকে হত্যা র অপরাধে চাচীর যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ভাতিজাকে হত্যার অপরাধে চাচিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফারহানা ইয়াছমিন চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় দেন।
জানা গেছে, ২০১৬ সালে উপজেলার কুরবানপুর গ্রামের মাসুক মিয়ার ৭ বছরের ছেলে মাসুম মিয়াকে বঁটি দা দিয়ে গলায় আঘাত করে হত্যা করেন তারই চাচি সেলি বেগম। এ ঘটনায় নিহত মাসুম মিয়ার পিতা মাসুক মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ৯ বছর পর বৃহস্পতিবার আদালত এ হত্যা মামলার রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আব্দুল ওয়াহিদ এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন বাবু দীপক চন্দ্র ধর।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আব্দুল ওয়াহিদ বলেন, মামলায় বাদী মাসুক মিয়াসহ ১৪ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা হয়। দীর্ঘ শুনানি ও উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত হত্যার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ সাজা প্রদান করেন। আমরা মনে করি, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
Related News
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ১৭ নভেম্বর
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বহুল আলোচিত মানবতাবিরোধীRead More
সুনামগঞ্জে তরুণীকে ধর্ষণের পর খুন, যুবকের মৃত্যুদন্ড
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পান্ডারগাঁও গ্রামে প্রেমিকাকে ধর্ষণ ও হত্যার দায়েRead More



Comments are Closed