ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের তবকপুর ইউনিয়নের নিরাশির পাতার এলাকায় ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
রবিবার (৯ মার্চ) এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার ঢেঁকিয়ারাম এলাকার সৌরভ আলী ও প্লাবন মিয়া। তারা দুজনই কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানায়, সৌরভ ও প্লাবন দুই বন্ধু মিলে চিলমারী উপজেলার থানাহাট বাজার থেকে ফেরার পথে নিরাশির পাতার বটতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টর তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে সৌরভ মারা গেলেও গুরুত্বর আহত অবস্থায় প্লাবনকে উদ্ধার করে উলিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
Related News

পঞ্চগড়ে নববর্ষে শিশু-কিশোরদের ঘুড়ি উৎসব
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে বাংলা নববর্ষ উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে ঘুড়ি উৎসবRead More

চীনের অর্থায়নে ১০০০ শয্যার হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবি
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে এক মানববন্ধনে চীনের অর্থায়নে ১০০০ শয্যার প্রস্তাবিতRead More
Comments are Closed