কবি নাসিমা চৌধুরী’র ‘ছিন্ন পাতায় জীবন’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

বৈশাখী নিউজ ডেস্ক: কবি, গবেষক, শিক্ষাবিদ প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেছেন, সাহিত্যে সাফল্য অর্জন করতে হলে অধ্যবসায়, অধ্যয়ন এবং সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে। একজন প্রকৃত কবি তাঁর চারপাশের বাস্তবতা, সমাজ, সংস্কৃতি ও মানবিক অনুভূতির প্রতি যত্নশীল হয়ে লেখনীতে ফুটিয়ে তোলেন। তিনি বলেন, কবিতা হলো মানব আত্মার নিবিড় অনুভূতির প্রতিচ্ছবি। কবি নাসিমা চৌধুরীর ‘ছিন্ন পাতায় জীবন’ কাব্যগ্রন্থ তাঁর ব্যক্তিগত অনুভূতি, সমাজ বাস্তবতা ও জীবনের গভীর দর্শনকে কবিতার আঙ্গিকে তুলে ধরেছে। তিনি বলেন, কবিতা শুধু শব্দের বিন্যাস নয়, বরং এটি মানুষের আবেগ, বেদনা, আশা ও স্বপ্নের চিত্রকল্প। বাংলা সাহিত্যে কবিদের অবদান চিরস্মরণীয়, কারণ তারা সময়ের সাক্ষী হয়ে মানবজীবনের গল্প বলেন। তিনি আরও বলেন, কবি নাসিমা চৌধুরীর এই কাব্যগ্রন্থ পাঠকদের হৃদয়ে গভীর দাগ কাটবে। তাঁর কবিতায় প্রেম, বিরহ, সমাজের টানাপোড়েন এবং আত্মোপলব্ধির বিষয়গুলো দারুণভাবে ফুটে উঠেছে। এমন সাহিত্যকর্ম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রসারে এ ধরনের সাহিত্য আয়োজনকে আরও সম্প্রসারিত করার আহ্বান জানান।
তিনি বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সিলেটের উদ্যোগে কবি নাসিমা চৌধুরী’র ‘ছিন্ন পাতায় জীবন’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসবে সম্মানিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সিলেটের সভাপতি কবি এ কে শেরামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব নন্দী’র উপস্থাপনায় অনুষ্ঠানে আলোচকের বক্তব্য রাখেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন। প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক, গবেষক ও কবি সুব্রত দাশ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সিলেটের সহ-সভাপতি কথাসাহিত্যিক মাধব রায়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সম্পাদক মন্ডলীর সদস্য ময়ূখ দাশ। কবি নাসিমা চৌধুরী তার বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান এবং আগামীতেও তার সাহিত্য সাধনা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তব্য রাখেন ওসমানী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার অছুল আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (অব.) কামাল আহমেদ চৌধুরী, রওশন আরা বাঁশি খুৎহৈবম, এফআইবিডিবির অবসরপ্রাপ্ত সহযোগী পরিচালক সমিক শহীদ জাহান, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. লিয়াকত আলী, এডভোকেট আরিফা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা কলামিস্ট ও লেখক বজেন্দ্র কুমার দাশ, এমসি কলেজের অধ্যাপক মো. বেলাল উদ্দিন, কবি ফৌজিয়া আক্তার, লেখক গবেষক ও অনুবাদক মিহির কান্তি চৌধুরী, নাসিমা চৌধুরীর ছাত্রী আতিয়া সিদ্দিকী তন্নী, ওসমানী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার অসুল আহমদ প্রমুখ।
Related News

দেশবরেণ্য কবি মুকুল চৌধুরী আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: দেশবরেণ্য কবি মুকুল চৌধুরী (মঞ্জুরুল করীম চৌধুরী) আর নেই। মঙ্গলবার (২২ এপ্রিল)Read More

“আমার বাবা মো. বজলুর রহমান” গ্রন্থের প্রকাশনা ও মোড়ক উন্মোচন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে লন্ডন প্রবাসী তরুণ কবি খালিদ সাইফুল্লাহ রহমানের লেখা “আমার বাবাRead More
Comments are Closed