Main Menu

ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পাপ্পু গ্রেফতার

Manual3 Ad Code

ছাতক প্রতি‌নি‌ধি: সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলী‌গের কার্ষ নিবাহী ক‌মি‌টির সদস্য আল মিরাজ পাপ্পুকে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার ক‌রে‌ছে।

শ‌নিবার সন্ধ্যায় উপ‌জেলার গো‌বিন্দগঞ্জ এলাকা তাকে গ্রেফতার করা হয়।

Manual8 Ad Code

সে উপ‌জেলার ছৈলা আফজলাবাদ ইউপির সিঙ্গুয়া গ্রা‌মের সা‌বেক মেম্বার আসাদ আলীর পুত্র ও জেলা ছাত্রলী‌গের কার্যনির্বাহি ক‌মি‌টির সদস্য।

Manual7 Ad Code

পু‌লিশ জানায় সি‌লেট-সুনামগঞ্জ সড়‌কে বি‌ভিন্ন গা‌ড়ি আটকি‌য়ে চাদাবা‌জি, সন্ত্রাসী কর্মকান্ড চা‌লি‌য়ে, হামলা ভাংচুর লুটপা‌ট ক‌রে এলাকায় আতংক সৃষ্টি ক‌রে মাদকসহ নানা কর্মকা‌ন্ডের অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে তার বিরুদ্ধে।

Manual7 Ad Code

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ ব‌লেন উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code