Main Menu

কমলগঞ্জে তীব্র কুয়াশার দাপটে শীতে জনজীবন বিপর্যপ্ত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র শীত অনুভূত না হলেও কয়েকদিন থেকে বেড়েছে কুয়াশার দাপট। গত দুইদিন থেকে দেখা মিলছে না সূর্যের। রোদহীন দিনভর কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় আবারও বিপর্যস্ত হয়ে পড়েছে কমলগঞ্জে জনজীবন।

বৃহস্পতিবার শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মজিবুর রহমান জানান, শ্রীমঙ্গলের (২৩ জানুয়ারি) সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ২১ ও ২২ জানুয়ারি তাপমাত্রা রেকর্ড করেছিলন ২১.৫ ও ১২.৮ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা জানান- গত কয়েক দিন ধরেই কুয়াশার আড়ালে ঢাকা পড়ে রয়েছে সূর্য। সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট কিছুটা কমলে ও সুর্য়ের দেখা মিলছেনা। দিনের বেলার গাড়ির হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে। এছাড়া রাতে এবং সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সঙ্গে হিমেল বাতাস শীতের মাত্রাকে আরও বাড়িয়ে দিচ্ছে। এমন আবহাওয়ায় দুর্ভোগে পড়েছেন নিন্ম আয়ের মানুষরা।
এদিকে শীতের মধ্যে জীবিকার তাগিদে দিন মজুররা কাজের সন্ধানে বাড়ি থেকে বের হলেও তাদের পড়তে হচ্ছে বিপাকে। তীব্র শীতের কারনে টিকমতো কাজ করতে পারছেন না।

রিকসা চালক আব্দুল মুমিন ও ভটাই কর বলেন, কুয়াশায় কারনে দেখা যাচ্ছে না সূর্য। কাজ করতে খুবই কষ্ট হচ্ছে। ঠান্ডা বাতাসের কারণে কাজ করতে গিয়ে হাত-পা অবশ হয়ে আসে।

কৃষক আব্দুল লতিফ বলেন, হঠাৎ করে প্রচুর ঠান্ডা পড়েছে। সূর্যের দেখাই পাওয়া যাচ্ছে না। এখন ধান রোপনের সময়। জমির পানিতে নামলে মনে হচ্ছে বরফ হয়ে আছে পানি। এজন্য ঠিক মতো ধান রোপণ করতে পারছি না।

Share





Related News

Comments are Closed