দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই পথচারীর

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইনের হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- মোহাম্মদ সাবু (৬০) ও একই এলাকার মোহাম্মদ ভোলা (৫০)।
জানা গেছে, রবিবার সকালে চট্টগ্রাম ছেড়ে আসা একটি বাস ও পটিয়া ছেড়ে যাওয়া একটি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই পথচারী ভোলা ও সাবুকে চাপা দিয়ে বাসটি খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি ওসিম উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন মারা গেছেন। তবে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের অবস্থা আশঙ্কা বলে তিনি শুনেছেন। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ গাড়ি উদ্ধার করেছে।
Related News

বাসের ধাক্কায় স্কুল শিক্ষার্থী ভাই-বোনসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারীতে পূরবী পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজনRead More

চট্টগ্রামে খোলা সয়াবিনের খুচরা মূল্য ১৬০ টাকা নির্ধারণ
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের আমদানিকারক থেকে শুরু করে খুচরা পর্যায়ে দাম নির্ধারণRead More
Comments are Closed