সিলেট সীমান্তে অনুপ্রবেশকালে ২জন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকালে ২ বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ১৯ বিজিবি।
আটকরা হলেন- হবিগঞ্জ জেলার জীবন দাস (২৯) এবং কিশোরগঞ্জ জেলার সজল দাস (২৯)।
বিজিবি সূত্রে জানা যায়, কানাইঘাট সীমান্তের নিকটবর্তী রাতাছড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে ভারতীয় ৬ হাজার ৩৪০ রুপি এবং ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে রবিবার (২৪ নভেম্বর) তাদের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল খোন্দকার মো. আসাদু্ন্নবী, পিএসসি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযানসমূহ পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Related News
বিশ্বনাথে চুরি হওয়া ৬টি অটোরিকশা উদ্ধার, আটক ১
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে চুরি হওয়া অটোরিকশার চেহারা পরিবর্তনের ওয়ার্কশপে অভিযানRead More
সিলেট-৪ আসনে আব্দুল হাকিম চৌধুরীর সমর্থনে মশাল মিছিল
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর)Read More



Comments are Closed