Main Menu

সুনামগঞ্জ সীমান্তে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে বর্ডারগার্ড বিজিবির পৃথক অভিযানে অর্ধকোটি টাকার বেশি ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।

সোমবার (১১নভেম্বর) দুপুরে লাউড়ের গড়, চিনাকান্দি, চানঁপুর ও চারাগাঁও সীমান্ত এলাকা থেকে বিজিবি এসব ভারতীয় পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ লাউরগড় বিওপির সুবেদার মো. মোস্তফা কামালের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী মোনাইপাড়া নামক স্থান থেকে মালিকবিহীন ভারতীয় ৭০০ ঘনফুট বালু, তিনটি মাহিন্দ্রা ট্রাক্টর, একটি পিকআপ আটক করে।

যার বাজার মূল্য ৪৩ লাখ ১৪ হাজার টাকা। এছাড়া একইদিনে চাঁনপুর, চিনাকান্দি ও চারাগাঁও বিওপি পৃথক অভিযানে ২০০ কেজি আপেল, ৩৪ বোতল ভারতীয় মদ, ৩২৯০ কেজি চিনি, ৩৪৫৫ কেজি কয়লা, ১টি মোটর সাইকেল আটক করে বিজিবি। যার মূল্য-৭,৪০,৯০০ টাকা।

সর্বমোট আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫০ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল একে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে পঞ্চাশ লাখ চুয়ান্ন হাজার নয়শত টাকার মালামাল জব্দ করেছে। সীমান্তে বিজিবি তৎপর রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Share





Related News

Comments are Closed