শহীদ নূর হোসেন স্মৃতি সংসদ সিলেটের আলোচনা সভা
বৈশাখী নিউজ ডেস্ক: শহীদ নূর হোসেন স্মৃতি সংসদ সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ১০ নভেম্বর রবিবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডস্থ সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শহীদ নূর হোসেন স্মৃতি সংসদ সিলেট জেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল কামালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন স্মৃতি সংসদের সিনিয়র সহ সভাপতি হোসেন সরওয়ার সাগর, সহ সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আফজল হোসেন, সদস্য শাহ কাওছার আহমদ, সুমন আহমদ, রফিক মিয়া, কামাল আহমদ, মুক্তা শাহ, কাওছার আহমদ, মুস্তাক আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আজ ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস। গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে নূর হোসেন একটি অবিস্মরণীয় নাম। ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক লড়াকু সৈনিক হিসেবে তিনি রাজপথে নেমে এসেছিলেন বুকে পিঠে ’গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে। গণতন্ত্রের দাবিতে সোচ্চার এই যুবকের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছিল স্বৈরাচারের বন্দুক। স্বৈরাচারের বুলেট বুকে বরণ করে নিয়েছিলেন নূর হোসেন। বক্তারা তার আদর্শ লালন করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি
Related News
বৃহস্পতিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না ৮ ঘণ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি মেরামত কাজের জন্য সিলেটের বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ৮Read More
ভারত সরকারের আগ্রাসী তৎপরতা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত: বাম দলসমূহ
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননাকারীদের শাস্তি এবং উভয় দেশেরRead More
Comments are Closed