আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সুইজারল্যান্ডের জেনেভায় হেনস্তার প্রতিবাদে বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট ও বাংলাদেশ স্টুডেন্ট ইউনিটি’র পৃষ্ঠপোষ্টক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নির্দেশনায় সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর মিরাবাজারস্থ সংগঠনটির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দরবাজারস্থ সিটি পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সামবেশে মিলিত হয়।
বাংলাদেশ স্টুডেন্ট ইউনিটির আহবায়ক বদরুল আজাদ রানার পরিচালনায় সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র সভাপতি নাসির উদ্দিন।
সমাবেশে নাসির উদ্দিন বলেন, সুইজারল্যান্ডের জেনেভায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে সব সন্ত্রাসীরা অন্তর্র্বতী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্যারকে হেনেস্তা করেছে তাদের পাসপোর্ট বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। তারা আসিফ নজরুল স্যারকে হেনস্তা করে এদেশের ছাত্র-জনতা-শ্রমিকের গণঅভ্যুত্থানকে হেনস্তা করতে চেয়েছে। স্বৈরাচারী আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। ১৭ বছরে আওয়ামী সন্ত্রাসীরা এদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেছে। দেশের মানুষকে গুম, খুন ও হত্যা করেছে। গণঅভ্যুত্থানের পরে তাদের আচরণের পরিবর্তন হয় নাই।
তিনি আরো বলেন, জুলাই আগষ্ট বিপ্লবে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ ছিলো, আজকে একটা গোষ্ঠী ছাত্র-জনতার ঐক্য বিনষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে। কোনভাবে এই ঐক্য বিনষ্ট হলে পতিত ফ্যাসিবাদ এর সুযোগ নিতে পারে, তাই আমাদের এই ঐক্য নষ্ট করা যাবে না।
বিক্ষোভে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিটিজেন সলিডারি মুভমেন্ট নেতা সিদ্দেক আলী, মামুন হোসেন, আব্দুল হান্নান, সুজন আহমদ, অর্পন ঘোষ, কামরান আহমদ, আবু বক্কর সিদ্দিক, সাহেদুর রহমান পিন্টু, জামাল আহমদ, সুমন আহমদ, রুবেল আহমদ, ইকবাল আহমদ, রুমেল আহমদ, শাইস্তা মিয়া, সোহাগ আহমদ, মিলাদ আহমদ, কামন আহমদ, বোরহান আহমদ, মুহিবুর রহমান, এনামুল হক এনাম, স্টুডেন্ট ইউনিটি নেতা আতিকুর রহমান চৌধুরী লাভলু, হিলাল উদ্দিন শিপু, নিজাম উদ্দিন শিপু, আসনাত উদ্দিন জাহিন, মাহফুজুর রহমান রাসেল, ফারহান, সলিডারিটি মুভমেন্ট নেতা কবির আহমদ, ফয়ছল আহমদ, জহির উদ্দিন, শিপুন আহমদ, ইমাম উদ্দিন, সজিব আহমদ, কামাল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
Related News
সিলেটে মাছ ব্যবসায়ীদের হামলায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মাছ ব্যবসায়ীদের হামলায় এক কিশোর নিহত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যাRead More
ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা, সিলেটে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের প্রতিবাদেRead More
Comments are Closed