হবিগঞ্জে সাড়ে ১৪ লাখ টাকা সহ হুন্ডি ব্যবসায়ী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) উপজেলার ধর্মঘর বিওপির বিশেষ টহলদল ১৪ লাখ ৬০ হাজার টাকাসহ মোখলেছ মিয়া নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করছে।
শনিবার দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে দেবনগর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সয়য় মোখলেছ মিয়া (৪০)কে আটক করা হয়।
আটককৃত মোখলেছ মিয়া উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত সাদু মিয়ার ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়,আটককৃত ব্যক্তিকে তল্লাসী করে তার নিকট হতে নগদ ১৪ লাখ ৬০ হাজার টাকা এবং ১টি বাটন মোবাইল পাওয়া যায়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে,তার ভাই হুন্ডি ব্যবসায়ী মোঃ আবু বক্করের নির্দেশনা অনুযায়ী অজ্ঞাত নামা ভারতীয় ব্যক্তির নিকট হতে উক্ত টাকা নিয়ে বাংলাদেশে অবৈধ পথে প্রবেশ করে।
বিজিবি ২৫ ব্যাটালিয়ন সরাইলের অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান,আটককৃত নগদ টাকা ও মোবাইল ফোনসহ ধৃত বাংলাদেশী নাগরিক মোঃ মোখলেছ মিয়া এবং তার ভাই মোঃ আবু বক্করের নামে মাধবপুর থানায় নিয়মিত মামলা হয়েছে।
Related News
হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হবিগঞ্জের বানিয়াচংয়ে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববারRead More
হবিগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে লেপ-তোষকে আগুন লেগে দেলোয়ার হোসেন হৃদয়Read More
Comments are Closed