সিলেট মহানগর ‘বৈষম্য বিরোধী হকার ঐক্য পরিষদ’র কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর ‘বৈষম্য বিরোধী হকার ঐক্য পরিষদ’ এর কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি হোটেলে সিলেট মহানগরের সকল হকারদের নিয়ে এক জরুরি সভা অনুষ্টিত হয়।
উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে মোঃ রুহুল আমিন রুবেল আহবায়ক ও মোঃ নজরুল ইসলামকে সদস্য সচিব করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জুয়েল আহমদ, যুগ্ম আহবায়ক মোঃ সৈয়দ আহমদ, যুগ্ম আহবায়ক মোঃ নাসির আহমদ, যুগ্ম আহবায়ক জানে আলম, সদস্যরা হলেন মোঃ মোজাম্মেল হোসেন, মোঃ রুবেল ইসলাম, মোঃ কামাল আহমদ, মোঃ তারেক আহমদ, মোঃ অপু আহমেদ, মোঃ সোহাগ আহমদ, নাজিম।
এসময় সভায় নিরীহ হকারদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করা হয়। লালদীঘির পাড় মাঠে হকারদের অস্থায়ী পুনর্বাসন দেওয়া হয়েছে ঠিকই। কিন্তু সেখানে গিয়ে পদে পদে নির্যাতনের শিকার হচ্ছেন নিরীহ হকাররা। তারা তাদের দাবি আদায়ের লক্ষে সকল প্রকার আন্দোলন সংগ্রাম করে যাবেন। এই আলোকে এই সংগঠন করা হয়েছে। লালদীঘির পাড় মাঠে কোন ধরণের শৃংখলা নেই। সেখানে গেলেই বৈষম্যের শিকার হন হকাররা। যতোবার তাদের পুনর্বাসন করা হয়েছে, ঠিক ততবারই ক্ষুদ্র ব্যবসায়ীরা লাখ লাখ টাকা হারিয়ে রাস্তায় বসতে হয়েছে। লালদীঘির পাড় মাঠে হকারদের ঢুকানোর পর তাদের খবর আর কেউ রাখেনি। ভুলেও সিটি কর্পোরেশন ও প্রশাসনের কোন কর্মকর্তা মাঠ পরিদর্শনে যায়নি। যদিও যান তাহলে নেতাদের সাথে কথা বলে চলে আসেন। কিন্তু নিরীহ অসহায় হকারদের কোন খবর নেননি। এবার সকল প্রকার বৈষম্য দূর করে নিরীহ অসহায় হকারদের ব্যবসা করার জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার দাবি জানান তারা। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে মাছ ব্যবসায়ীদের হামলায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মাছ ব্যবসায়ীদের হামলায় এক কিশোর নিহত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যাRead More
ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা, সিলেটে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের প্রতিবাদেRead More
Comments are Closed