সিলেট শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান প্রফেসর জাকির

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জের প্রফেসর মোঃ জাকির আহমদ। তিনি সর্বশেষ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে ছিলেন। গত ৬ অক্টোবর রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।
প্রফেসর জাকির আহমদ চৌধুরী সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩নং ঘিলাছড়া ইউনিয়নের বাদেদেউলী গ্রামের মরহুম ডা আব্দুল মজিদ (সোনা ডাক্তার) এর পুত্র। তার স্ত্রী একজন গৃহিণী, একমাত্র ছেলে সাইদ আহমদ সিফাত বর্তমানে ঢাকাস্থ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র।
জাকির আহমদ চৌধুরী ফেঞ্চুগঞ্জ ঘিলাছড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, মদন মোহন কলেজ থেকে এইচএসসি, এমসি কলেজ থেকে রসায়নে অনার্স এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৯৩ সালে নোয়াখালী কবিরহাট সরকারী কলেজে প্রভাষক (রসায়ন) হিসেবে কর্মজীবনে যোগদান করেন। এরপর তিনি মৌলভীবাজার সরকারী কলেজে প্রভাষক, শ্রীমঙ্গল সরকারী কলেজে সহযোগী অধ্যাপক, ঢাকা সরকারী তিতুমীর কলেজে সহযোগি অধ্যাপক, সুনামগঞ্জ সরকারী কলেজে সহযোগি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে সুনামগঞ্জ সরকারী কলেজে অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ার পরই তাকে ওএসডি করে রাখা হয়। এরপর তিনি ২০১৭ সালে কুষ্টিয়া সরকারী কলেজে অধ্যাপক, ২০১৮ সালে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে তিনি ফেনী মহিপাল সরকারী কলেজ অধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়। এরপর তিনি সর্বশেষ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে ছিলেন।
প্রফেসর জাকির আহমদ গণমাধ্যমকে জানান, তিনি মঙ্গলবার (৮ অক্টোবর) অনলাইনে সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান সম্পন্ন করেছেন। বুধবার থেকে আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করবেন।
Related News

শাবিতে গবেষণাভিত্তিক আন্তর্জাতিক সম্মেলন শুরু ২৪ এপ্রিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে গবেষণা, উদ্ভাবন ওRead More

অনলাইনে ই-সাইন সার্টিফিকেট সেবা পাবে শাবিপ্রবি শিক্ষার্থীরা
বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষার্থীদের দ্রুততম সময়ে ঝামেলাহীনভাবে ডিজিটাল সনদপত্র প্রদানের লক্ষ্যে ই-সাইন সার্টিফিকেট চালুর সিদ্ধান্তRead More
Comments are Closed