Main Menu

কিডনী রোগী ফাহিমকে আর্থিক সহায়তা দিল হৃদয়ে জকিগঞ্জ সিলেট

বৈশাখী নিউজ ডেস্ক: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই ব্রতে ব্রতী হয়ে আর্তমানবিক কর্মসূচির অংশ হিসেবে একজন অসহায় দিনমজুর কিডনী রোগীকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে হৃদয়ে জকিগঞ্জ সিলেট।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ৭টায় জকিগঞ্জ সদর ইউনিয়নের মুমিনপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে কিডনী রোগে আক্রান্ত দিনমজুর ফাহিম আহমদকে সিলেট সদর হসপাতালে দেখতে যান হৃদয়ে জকিগঞ্জ সিলেটের নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ ফাহিম আহমদকে নগদ ১০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেন। নেতৃবৃন্দ ফাহিম আহমদের দ্রুত রোগমুক্তি কামনা করেন ।

আর্থিক সহযোগিতা প্রদানকালে উপস্থিত ছিলেন, হৃদয়ে জকিগঞ্জ সিলেটের সভাপতি সাহিদুর রহমান, সাধারণ সম্পাদক এম রুহেল লস্কর, যুগ্ম সম্পাদক আহমদ সাঈদ, সাংগঠনিক সম্পাদক আহমদ সাব্বির।

এসময় কিডনী রোগী ফাহিম আহমদ হৃদয়ে জকিগঞ্জ সিলেটের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি সমাজের হৃদয়বান বিত্তশালীদের তার চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ফাহিম আহমদ দীর্ঘদিন যাবৎ কিডনী জনিত রোগে আক্রান্ত হয়ে সিলেট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর্থিক অসচ্ছলতার জন্য উন্নত চিকিৎসা করাতে অক্ষম তার পরিবার।-বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed