Main Menu

মৌলভীবাজারে দুইদিন ধরে কলেজ ছাত্রী নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে দুইদিন ধরে এক কলেজ ছাত্রী নিখোঁজ রয়েছে। তাঁর নাম সূচী রানী নাথ। সে জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামের কাতার প্রবাসী সুজিত চন্দ্র নাথের মেয়ে এবং মৌলভীবাজার মহিলা মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী।

সূচী রানী নাথের নিখোঁজরে বিষয়ে তাঁর বড় বোন সংগীতা রানী নাথ বাদী হয়ে রবিবার (২৯ সেপ্টেম্বর) মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নং ১৬৫৯) করেছেন।

সাধারণ ডায়েরিতে সংগীতা রানী নাথ উল্লখে করেন, ‌‌’পড়াশুনা সূত্রে আমরা দুই বোন মৌলভীবাজার শহরের রামকৃষ্ণ মিশন রোডে ভাড়া বাসায় থাকি। গত ২৮ সেপ্টেম্বর শনিবার সকালে দুই বোন বাসা থেকে বের হই। সকাল ৯টা ২৫ মিনিটে টমটমযোগে মৌলভীবাজার সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে কম্পিউটার পরীক্ষায় যাই। আমাকে সেখানে নামিয়ে দিয়ে বোন সূচী বাসার উদ্দেশ্যে চলে আসে। আমি দুপুর ১২টা ৩০ মিনিটে বাসায় এসে আমার বোনকে বাসায় না পেয়ে গ্রামের বাড়ি জুড়ীর পাতিলাসাঙ্গনে মাকে ফোন দেই। কিন্তু তিনি ফোন না ধরাতে আমি কাকাদেরকে বিষয়টি জানাই। তারপর সবার পরামর্শে সাধারণ ডায়েরি করি।’

এবিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান সাধারণ ডায়েরির সত্যতা নিশ্চিত করে সিলেটভিউকে জানান, পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে তাঁকে খোঁজে বের করার।

 

Share





Related News

Comments are Closed