Main Menu

শিক্ষার্থীর কাছে শপথ করলেন শাবিপ্রবির প্রশাসকরা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ,নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ও কর্মকর্তাদের শপথ করিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলন শাবিপ্রবির এক সহ-সমন্বয়ক। এনিয়ে সিলেটজুড়ে সমালোচনার ঝড় বইছে।

জানা যায়, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় প্রশাসনিক ভবন-২ এর কনফারেন্স কক্ষে প্রোভিসি হিসেবে যোগদান পরবর্তী সভায় তাদেরকে শপথ পাঠ করান শাবিপ্রবি শিক্ষার্থী ও থিয়েটার সাস্টের সভাপতি পলাশ বখতিয়ার।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনগুলোর সাথে সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ- সমন্বয়ক আসাদুল্লাহ -আল গালিবের পরামর্শে নবনিযুক্ত প্রশাসকদের শপথ পাঠ করান থিয়েটার সাস্টের সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবির সহ-সমন্বয়ক পলাশ বখতিয়ার।

এসময় পলাশ বখতিয়ার মোবাইল দেখে দেখে পড়েন এবং পরবর্তীতে তার সাথে কনফারেন্স কক্ষে থাকা প্রশাসকরাও সুর মিলান।’ যেখানে বলতে শুনা যায়, ‘ জুলাই বিপ্লবে শহীদ হওয়া সকলকে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি, যে লক্ষ ও উদ্দেশ্য নিয়ে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে এর আদর্শ বাস্তবায়নে সচেষ্ট থাকবো, বিশ্ববিদ্যালয়ের ভিতর কোন ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতির প্রশ্রয় দিব না, সর্বদা সততা ও নিরপেক্ষভাবে কাজ করবো, কোন ধরনের অসৎ কিংবা অন্যায় কাজে পরোক্ষ বা পত্যক্ষভাবে নিজেকে জড়াবো না, শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে সর্বদা প্রাধান্য দেব’৷

এ বিষয়ে পলাশ বখতিয়ারের মোবাইলে কল দিয়ে সাংবাদিক পরিচয় দিলে তিনি ফোন কেটে দেন। পরবর্তীতে বারবার কল দিলেও রিসিভ করেননি। উত্তর দেননি ক্ষুদেবার্তারও।

এ-ব্যাপারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিমের সাথে যোগাযোগ করা হলে শুক্রবার ( ২০ সেপ্টেম্বর) সকালে তিনি ‘সিলেটভয়েসকে’ বলেন, গতকাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে মতবিনিময়কালে জুলাই বিপ্লবের প্রসঙ্গ নিয়ে আলোচনা করাকালে কনফারেন্স রুমে একটা আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এসময় এক শিক্ষার্থী জুলাই বিপ্লব স্মরণ করা সহ আগামীতে কিভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুন্দর এবং সুশৃঙ্খল হবে এসব নিয়ে কিছু বলছিল। তার সাথে আমরাও সুর মিলিয়ে ছিলাম, এখানে তো দোষের কিছু দেখছি না’।

এর আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশে চার বছরের জন্য শাবিপ্রবির নতুন ভিসি, প্রোভিসি সহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দেওয়া হয়।

 

Share





Related News

Comments are Closed