সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে না পেয়ে ভাতিজাকে কুপিয়ে আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের ভাতিজাসহ দুজনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নগরের পশ্চিম পীর মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পশ্চিম পীর মহল্লা এলাকায় জ্যাকি খান (২৪) ও সুহান (২৫)। এর মধ্যে জ্যাকি খানের অবস্থা গুরুতর। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জ্যাকি পীর মহল্লা এলাকার বাসিন্দা জহির হোসেন খানের ছেলে এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের ভাতিজা।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে কয়েকজন অস্ত্রধারী প্রথমে পীরমহল্লায় আফতাব হোসেন খানের বাসায় গিয়ে তার খোঁজ করেন। সেখান থেকে ফেরার পথে আফতাবের ভাতিজা জুহান খানকে পীরমহল্লা বাজারে একটি দোকানের সামনে পায় তারা।
এসময় পশ্চিম পীর মহল্লার গৌছ উদ্দিন মাদরাসার সামনে ১০ থেকে ১৫ জনের দুর্বৃত্তের একটি দল ধারালো অস্ত্র দিয়ে জ্যাকি ও সুহানের উপর হামলা চালায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে সুহানকে ছেড়ে দেওয়া হয়। তবে জ্যাকির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার দাশ জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। আমরা খোঁজ খবর নিচ্ছি। এই ঘটনায় কাউকে আটকও করা হয়নি।
Related News
মানসিক শান্তি নিশ্চিতে অর্থনৈতিক উন্নয়ন অপরিহার্য
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী ক্লাব অব জালালাবাদের উদ্যোগে আয়োজিত “মানসিক স্বাস্থ্য সচেতনতা ও অর্থনৈতিক উন্নয়নেরRead More
তারেক রহমানের নির্দেশে সিলেটে পূজা মণ্ডপে অর্থ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিভিন্নRead More
Comments are Closed