সিলেটে ৩দিন ধরে গার্মেন্টস ব্যবসায়ী নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জিন্দাবাজারের মুক্তিযোদ্ধা সংসদ গলির এইচ আর গার্মেন্টস এর সত্ত্বাধিকারী মো. মজিদ (৫০) তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি নগরীর মিরাবাজার খাড়পাড়া, মিতালী-৭১ এর বাসিন্দা। এ বিষয়ে মো. মজিদের স্ত্রী পান্না বেগম রোববার (১৫ সেপ্টেম্বর) সিলেট কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছেন (জিডি নং- ১২৩০)।
মো. মজিদের স্ত্রী পান্না বেগম জানান, ব্যবসায়ী মো. মজিদ গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মিরাবাজারস্থ বাসা থেকে জিন্দাবাজারের মুক্তিযোদ্ধা সংসদ গলির এইচ আর গার্মেন্টস এর উদ্দেশ্যে বের হন। এসময় ক্লায়েন্টকে দেয়ার জন্য তার কাছে ৩ লক্ষ টাকা ছিল। তিনি রাতে বাসায় না ফিরলে তার মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে আত্মীয় স্বজনসহ সম্ভ্যাব্য সকল জায়গায় অনেক খোঁজাখোঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
তার শারীরিক গড়ন মোটা, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট, তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। বাসা থেকে বের হওয়ার সময় তার পড়নে আকাশী শার্ট ও ছাই কালারের গ্যাবাটিন প্যান্ট পরনে ছিল।
কেউ তার সন্ধান পেলে ০১৭১২-৩০৩৭৩৪, ০১৬৩২-০৭১৭৭১ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন মো. মজিদের পরিবার।
Related News

সোমবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও মেরামত কাজের জন্য সোমবার (১৪ জুলাই) সিলেট মহানগরীর কয়েকটিRead More

যেকোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য বিএনপি প্রস্তুত: জাহিদ হোসেন
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি আইনেরRead More
Comments are Closed