মোটরসাইকেল দূর্ঘটনায় ছাত্রদল নেতাসহ ২জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ দুইজন নিহত হয়েছে। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে নিয়ে থানায় নিয়ে গেছে পুলিশ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান রোডের চন্ডী মাজারের পাশে রামগঙ্গা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের মৌলদ মিয়ার পুত্র ও শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজ সরকার (২৭) ও একই উপজেলার তালুগড়াই গ্রামের হাজী কিম্মত আলীর পুত্র মোস্তাফিজুর রহমান (২৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায়। তিনি জানান- হাফিজ ও মোস্তাফিজুর মোটর সাইকেল যোগে ওই এলাকায় ঘুরতে যায়। ঘুরাফেরা শেষে রাত ১০টার দিকে তারা চুনারুঘাটের দিকে ফিরছিল। পথিমধ্যে চন্ডী মাজারের পাশে রামগঙ্গা ব্রীজ এলাকায় পৌছলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। পরে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।
Related News
ভাবির সঙ্গে ঝগড়ার জেরে ভাতিজিকে হত্যা করলো ফুফু
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে পুকুর থেকে চার মাসের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহRead More
হবিগঞ্জে ডাবল হত্যা মামলার আসামী আ.লীগ নেতা শুভ্র গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে মোস্তাক ও রিপন শীল হত্যা মামলার আসামীRead More
Comments are Closed