১১ আগস্টের এইচএসসি পরীক্ষা হচ্ছে না, পুড়ে গেছে প্রশ্ন
বৈশাখী নিউজ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে গেছে। সে কারণে আগামী ১১ আগস্টের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।
মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। আমরা আগামীকাল একটা বিজ্ঞপ্তিতে এটা জানাব।
তপন কুমার সরকার আরও বলেন, বিভিন্ন থানায় আমরা যে প্রশ্ন পাঠিয়েছিলাম সেগুলো পুড়ে গেছে। এগুলো আবার নতুন করে ছাপাতে হবে।
এর আগে কোটা সংস্কারের আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতার কারণে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। তিন দফায় মোট আট দিনের পরীক্ষা স্থগিত করে বোর্ডগুলো। পরে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা বলা হলেও প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় এবার সেটিও স্থগিত করা হয়েছে।
Related News
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ পুন:নির্ধারণ করাRead More
এসএসসির সনদ ২৫ সেপ্টেম্বর থেকে বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ বিতরণ দ্রুত শুরু করবে ঢাকা শিক্ষাRead More
Comments are Closed