সিলেটে আওয়ামী লীগের উদ্যোগে গায়েবানা জানাজা
বৈশাখী নিউজ ডেস্ক: মঙ্গলবারের সংঘাতে নিহত ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলীসহ নিহতদের স্মরণে বুধবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন একাত্তরের পরাজিত শক্তি এবং তাদের দোসররা হাইজ্যাক করে সেটাকে সরকার পরিবর্তনের আন্দোলনে রূপ দিতে চায়। তাদের সেই হীন চক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত প্রাণ নেতাকর্মীরা সফল হতে দিবে না। কোটা বিরোধী আন্দোলন এখন যে পর্যায়ে আছে তাতে বিএনপি-জামায়াতের ইন্ধন রয়েছে। দেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে টার্গেট করে যে আন্দোলন তা যে কোন মূল্যে প্রতিহত করা হবে। নেতৃবৃন্দ নিহত ছাত্রলীগকর্মী বিদেহী আত্মার মাগফিরাত এবং আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা করেন।
গায়েবানা জানাজায় জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Related News
বিদ্যুতের ৩৩ কেভি লাইনে ক্রুটি, সিলেটে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট চলছে। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায়Read More
মাধবপুরে পরিবহন শ্রমিকদের জন্য নির্মিত হচ্ছে আধুননিক বিশ্রামাগার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের ১২৮ কিলোমিটার এ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া নামকস্থানে দূরপাল্লা বাস,Read More
Comments are Closed