সিলেটে ২৭৫ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ১৬ লাখ টাকার ভারতীয় চোরাই চিনিসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয়েছে ২জনকে।
বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সামন থেকে এসব চিনি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বালুচর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো.আলমগীর হোসেন (২২) ও একই জেলার গোমস্তাপুর চৌদলা গ্রামের মো. মোস্তফার ছেলে মো.আলীম (২০)।
পুলিশ জানায়, বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সামন থেকে ভারতীয় চিনি বোঝাই ট্রাক জব্দ করা হয়। এসময় ট্রাক থেকে ২৭৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার বাজারমূল্য সাড়ে ১৬ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটকৃতদের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৬, তারিখ-১৭/০৭/২০২৪খ্রি। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
দেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসরদের স্থান হবে না : রিজভী
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ফ্যাসিস্ট রেজিমেরRead More
জৈন্তাপুরে বজ্রপাতে নিহত দুই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে বজ্রপাতে নিহত দুই পরিবারের সদস্যদের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকেRead More
Comments are Closed