Main Menu

পুলিশী বাঁধা উপেক্ষা করে সিলেটে বিএনপির গায়েবানা জানাজা

বৈশাখী নিউজ ডেস্ক: পুলিশী বাঁধা উপেক্ষা করে কোটা সংষ্কার আন্দোলনের শহীদ হওয়া ৬ শিক্ষার্থীর গায়েবানা জানাজার নামাজ আদায় করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

বুধবার (১৭ জুলাই) বিকাল ৩টায় সিলেট রেজিস্ট্রারী মাঠে গায়েবানা জানাজার পূর্ব নির্ধারিত কর্মসূচি হওয়ার কথা থাকলেও মাঠে জড়ো হওয়া নেতাকর্মীদের বাঁধা দেয়া পুলিশ। পরে রেজিস্ট্রারী মাঠ সংলগ্ন মসজিদ মাঠে গায়েবানা জানাজা আদায় করেন বিএনপির নেতৃবৃন্দ।

জানাজার নামাজ পরিচালনা করেন সিলেট জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা নুরুল হক। দোয়া পরিচালনা করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

জানাযা শেষে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও
আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ বিষয়ক সহ সম্পাদক আব্দুর রাজ্জাক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।

সমাবেশে বক্তারা বলেন, দেশের মেধাবী ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি পূরণে কার্যকরী ও বিশ্বাসযোগ্য উদ্যোগ নেওয়ার পরিবর্তে ছাত্র তরুণদের এই আন্দোলনে এখন পর্যন্ত যেভাবে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে ৬ জন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে এবং ছাত্রলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন সংগঠন ও আইন-শৃংঙ্খলা বাহিনীর হাতে সিলেট সহ সারাদেশে হামলা, আক্রমণ, ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করা হয়েছে, তা নজিরবিহীন। সরকার দলের ক্যাডাররা আমাদের মেধাবী সন্তানদের নির্বিচারে হত্যা করছে। ডামি সরকার জনতার দাবি কোন ভাবেই মানবে না। তাই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেশে জনতার সরকার প্রতিষ্টা করতে হবে।

বক্তারা আরও বলেন, গত দুই দিনে দেশব্যাপী সহস্রাধিক ছাত্র-ছাত্রী হতাহত হয়েছে, অনেকে গুরুতর আহতাবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আজ সিলেটকে আতঙ্কের নগরীতে পরিণত করা হয়েছে। নগরীর পরিস্থিতি দেখে যুদ্ধক্ষেত্র মনে হচ্ছে। হত্যা, দমন-নিপীড়ন করে অতিতের কোনো স্বৈরাশাসক যেমন শেষ রক্ষা করতে পারেনি, বর্তমান ফ্যাসিবাদী সরকারও দমন-নিপীড়নের এই পথে শেষ রক্ষা করতে পারবে না। অনতিবিলম্বে কোটা ব্যবস্থার ন্যায্য ও যৌক্তিক সংস্কারের দাবি মেনে নিতে হবে।

সংক্ষিপ্ত সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- হাজী শাহাব উদ্দিন, তারেক কালাম, কয়েস লোদী, শামীম আহমদ, সৈয়দ সফেক মাহবুব, মাহবুব আলম প্রমুখ।

 

Share





Related News

Comments are Closed