গোয়াইনঘাটে পিকআপ চাপায় মাদ্রাসাছাত্র নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ডি আই পিকআপের নীচে পিষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুলাই) দুপুরে মাদ্রাসা ছুটি হওয়ার পরে বাড়িতে ফেরার পথে আলীরগাঁও প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জোবায়ের আহমদ (৮) উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের আব্দুল মহল গ্রামের রহিম উদ্দিনের ছেলে এবং স্থানীয় আব্দুল মহল মাদ্রাসার ছাত্র।
স্হানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সে মাদ্রাসায় ছুটি হওয়ার পর গোয়াইনঘাট-সারীঘাট প্রধান সড়কে মাদ্রাসার একটু সামনে রাস্তা পারাপারের সময় ডি আই পিকআপের নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মার যায়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতাহল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং পিকআপটি জব্দ করা হয়। তবে পিকআপ চালক পলাতক রয়েছে।
Related News
সিলেটে পৌনে ৩ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পৌনে ৩ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮Read More
৭৫ বছর পূর্তি ও ছাত্র-শিক্ষক পুনর্মিলনী করবে জালালপুর উচ্চ বিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক: সাড়ম্বরে ৭৫ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠান করতে যাচ্ছে সিলেটের দক্ষিণRead More
Comments are Closed