Main Menu

মেয়ে হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাবা গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ মেয়েকে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। কমলগঞ্জ থানা পুলিশের একটি দল শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার (১২ জুলাই) গভীর রাতে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ছমির মিয়ার বাড়ি কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে।

রামচন্দ্রপুর এলাকায় ২০১১ সালে স্ত্রীর সঙ্গে রাগ করে নিজের তিন বছরের মেয়ে ফাহিমাকে বাড়ির পাশে ধলাই নদীতে ফেলে হত্যা করেন ছমির। সে সময় শিশুর মা রুবি বেগম বাদী হয়ে তার স্বামীর নামে কমলগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

শিশু হত্যার এ ঘটনায় দীর্ঘ এক যুগ পর আদালত ছমির মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়।

ছমিরকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)-এর নির্দেশনায় চলমান বিশেষ অভিযানে শুক্রবার রাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছমির মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।’

Share





Related News

Comments are Closed