খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে বিএনপির দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। বেগম জিয়ার আশু সুস্থতা কামনায় মহানগর বিএনপির খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুলাই) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে খতমে কোরআন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মগানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েছ লোদী, নজিবুর রহমান নজিব, সৈয়দ মইন উদ্দিন সুহেল, মুকুল আহমদ মোর্শেদ, আফজাল হোসেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, শোয়াইব আহমদ শুয়েব, খায়রুল ইসলাম খায়ের, সবুর আহমদ, বাচ্চু মিয়া, রফিকুল ইসলাম রফিক, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, ছাব্বির আহমদ, দেওয়ান আরাফাত জাকী, রুম্মান আহমদ, আব্দুর সবুর রাসেল, সৈয়দ রহিম আলী রাসু, সুলেমান হোসেন সুমন, মির্জা জাহেদ, আবু হানিফ, মুমিন ইসলাম, মতিউর রহমান সুমন, ইফতেখার আহমদ পাবেল, ফরহাদ আহমদ, বেলাল আহমদ, আজিজ খান সজিব, হোসাইন আহমদ, রুবেল ইসলাম, মুমিন লস্কর, আবুল হোসেন, রায়হান খান প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে কর আইনজীবির বাসায় চুরি, টাকা ও স্বর্ণাংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট নগরীর সুবিধবাজার এলাকার লন্ডনি রোডে এক কর আইনজীবীর বাসায় চুরিরRead More
দুই বিধবার ঘর নির্মাণ করে দিল হেল্পিং হ্যান্ডস ডট ইউকে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ৪২নং ওয়ার্ডের পূর্ব শ্রীরামপুর এলাকার দুই বিধবা মহিলার নির্মাণ করেRead More
Comments are Closed