ফাজিলের ফল প্রকাশ, জানবেন যেভাবে

বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল স্নাতক ১ম বর্ষ (অনিয়মিত), ২য় বর্ষ ও ৩য় বর্ষের পরীক্ষা ২০২২-এর ফল প্রকাশিত হয়েছে। তিন বর্ষে ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী পাস করেছেন।
বুধবার (১২ জুন) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের হাতে পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন।
ফলাফলে দেখা গেছে, ফাজিল (স্নাতক) প্রথম বর্ষ পরীক্ষায় পাসের হার ৯০ দশমিক ০৯ শতাংশ, দ্বিতীয় বর্ষে ৯৪ দশমিক ৫৬ শতাংশ এবং তৃতীয় বর্ষে ৯৫ দশমিক ৭৬ শতাংশ।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, www.iau.edu.bd -তে পাওয়া যাবে।
ফাজিলের তিনটি বর্ষের পরীক্ষা গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়, যা চলে এপ্রিল পর্যন্ত। দেশের আট বিভাগের ২৯৫টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ১৬ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থী তিন বর্ষের পরীক্ষায় অংশ নেন।
উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, মাদরাসা শিক্ষার মান উন্নয়নে দ্রুততম সময়ের মধ্যে পরবর্তী পরীক্ষাগুলো গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে।
Related News

২০২৭ সালের এসএসসির সিলেবাস ও মানবণ্টন প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন প্রকাশ করা হয়েছে।Read More

গুচ্ছভর্তি পরীক্ষায় থাকছে ২০ বিশ্ববিদ্যালয়
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি শিক্ষাবর্ষে গুচ্ছভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে অন্তত ২০টি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (৪Read More
Comments are Closed