মধ্যনগরে মনাই নদীতে ডুবে কিশোর নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগরে সাফেল মিয়া (১৮) নামে এক কিশোর পানিতে ডুবে নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সানুয়া গ্রাম সংলগ্ন মনাই নদীতে এ ঘটনা ঘটে।
সে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের কাউহানী গ্রামের মৃত আলীনুর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাফেলসহ তাঁর তিন বন্ধু এমরান মিয়া (১৬), সাগর মিয়া (১৮) ও জোবায়েল (১৮) মিলে ছোট্ট একটি মাছ ধরার ট্রলার দিয়ে বৃহস্পতিবার বিকালের দিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বংশীকুন্ডা বাজারে যায়। কেনাকাটা শেষে ট্রলার দিয়ে বাড়িতে ফেরার সময় সানুয়া গ্রাম সংলগ্ন মনাই নদীর পানিতে হঠাৎ করেই ট্রলার থেকে পড়ে যায় সাফেল। পরে ট্রলারে থাকা বাকি তিনজনের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। অনেক খোঁজাখুঁজির পরও সফেলকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ আজাদ বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। নিখোঁজ কিশোর সাফেল মিয়াকে উদ্ধারের জন্য আমাদের চেষ্টা অব্যহত আছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। নিখোঁজ কিশোর সাফেল মিয়াকে উদ্ধারের জন্য পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলা ফায়ার সার্ভিস ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে।
Related News
সীমান্তে মানব পাচার চোরাচালান বন্ধে বিজিবি’র সমাবেশ
বিশেষ প্রতিবেদক: সীমান্তের এপার ওপার- অবৈধ অনুপ্রবেশ সব ধরণের চোরাচালান অপরাধমূলক কর্মকান্ড বন্ধে বর্ডার গার্ডRead More
তাহিরপুরে নিরপরাধ মানুষের নামে মামলার প্রতিবাদে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে ভুয়া সমন্বয়ক সেজে ব্যক্তিগত ও পারিবারিকRead More
Comments are Closed