Main Menu

অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স বাতিল করুন: বাম গণতান্ত্রিক জোট

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক ধার্যকৃত অযৌক্তিক-নজিরবিহীন হোল্ডিং ট্যাক্স বাতিলের আহ্বান জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা পরিচালনা কমিটি।

রোববার (১২ মে) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্ক্সবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সভাপতি সিরাজ আহমদ, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ডাঃ হরিধন দাশ, বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য মুখলেছুর রহমান বলেন, সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক ধার্যকৃত হোল্ডিং ট্যাক্স অযৌক্তিক -লাগামহীন। অতীতেও হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি হয়েছে; কিন্তু এবারের বৃদ্ধি নজিরবিহীন। নগরবাসীর সাথে আলোচনা না করে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির ঘোষণা গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী।

নেতৃবৃন্দ বলেন, অর্থনৈতিক সংকট-দুর্নীতি-লুটপাট-বিদেশে অর্থ পাচার রোধ করতে সরকার দব্যর্থ। নিত্যপণ্য-গ্যাস-বিদ্যুতের ক্রমাগত মূল্যবৃদ্ধি মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে। হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি সিলেটের নগরবাসীর জীবনকে অতিষ্ঠ করে তুলবে।

নেতৃবৃন্দ, কালবিলম্ব না করে নগরবাসীর আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সিলেট সিটি কর্পোরেশন কে অযৌক্তিক-নজিরবিহীন-লাগামহীন হোল্ডিং ট্যাক্স বাতিলের আহ্বান জানান।

Share





Related News

Comments are Closed