৪ ঘন্টা পর সিলেটের বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক

বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ২৩০/১৩২ বিদ্যুৎকেন্দ্রের ট্রিপ পড়ে যাওয়ার পর অন্ধকারে চলে যায় পুরো সিলেট বিভাগ। তবে বিদ্যুত বিভাগের কর্মীদের প্রচেষ্টায় মাত্র চার ঘন্টার মধ্যে সিলেট বিভাগের বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক করতে সক্ষম হয়েছে তাঁরা।
রোববার (৫ মে) দুপুর ১২টায় এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির।
তিনি জানান শনিবার রাতে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে ট্রিপ পড়ে যাওয়ার পর পুরো গ্রিডলাইন বন্ধ হয়ে যায়। পরবর্তীতে মাত্র চার ঘন্টার মধ্যে অর্থাৎ রাত বারোটার দিকে তা স্বাভাবিক হয়। কিন্তু কিছু কিছু লাইনের ত্রুটির কারণে এখনো সিলেটের অনেক জায়গায় বিদ্যুৎ নেই। তা মেরামতের কাজ চলমান রয়েছে।
শনিবার (৪ মে) রাত ৮টার দিকে সিলেটে বজ্রসহ বৃষ্টিপাত হয়। ওই সময় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে ত্রুটি দেখা দিলে সিলেট বিভাগ অন্ধকার হয়ে পড়ে। রাত ১২টার দিকে সিলেট নগরীসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। তবে রোববার দুপুর পর্যন্ত সিলেটের কিছু এলাকায় এখনো স্বাভাবিক হয়নি।
প্রসঙ্গত, প্রায়ই আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে ত্রুটি দেখা দেয়। এতে জাতীয় গ্রিডলাইন বন্ধ হয়ে যায়। ফলে বিপর্যয় দেখা দেয় সিলেট বিভাগসহ বিভিন্ন এলাকায়। সিলেটের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা মনে করছেন আশুগঞ্জ কেন্দ্রটির ত্রুটি সবার আগে দূর করতে হবে।
Related News

জাফলংয়ে চলছে বালু ও পাথর উত্তোলনের মহোৎসব, নির্বিকার প্রশাসন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে নিয়মনীতি উপেক্ষা করেই পরিবেশ ও প্রতিবেশ সংকটাপন্ন (ইসিএ)Read More

সিলেটে নিখোঁজ কিশোরীকে নেত্রকোণা থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থেকে নিখোঁজ হওয়া এক যুবককে নেত্রকোণা থেকে উদ্ধার করা হয়েছে। এRead More
Comments are Closed