সিলেটে ২৭৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম অভিযান চালিয়ে ২৭৫ বস্তা ভারতীয় চিনির বড় একটি চালান জব্দ করেছে। এসময় দুই চোরাকারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার (১ মে) সকাল ৭টার দিকে সিলেটের মোগলাবাজার থানাধীন প্যারাইচক পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক আটক করা হয়।
জব্দ হওয়া চিনির মূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন-রাজশাহী জেলার গোদাগাড়ি থানার শ্রীমন্তপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. তারিফ আহমদ (২৯) ও একই থানার কাপাশিয়াপাড়া গ্রামের মো. রৌশন আলীর ছেলে নূর জামাল (৩৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, ২৭৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এছাড়াও ১টি ট্রাক জব্দ করেছে পুলিশ। পরবর্তীতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Related News

সিলেট থেকে স্পেনের উদ্দেশে উড়লো আরও একটি কার্গো ফ্লাইট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০ টন পণ্য নিয়েRead More

গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৭,৫৪,০০০ শলাকা নাছির বিড়ি সহRead More
Comments are Closed