Main Menu

সিলেটে সুরমার পাড়ে উন্মোচন হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি

স্পোর্টস ডেস্ক: এ বছরের শেষদিকে বাংলাদেশে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্যই মূলত বাংলাদেশে এসেছে ভারত। আগামীকাল ২৮ এপ্রিল রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।

ম্যাচের আগের দিন সিলেটের সুরমা নদীর পাড়ে পাঁচ ম্যাচে সিরিজের ট্রফি উন্মোচন করেছে দুই দল।

রবিবার (২৭ এপ্রিল) দুপুরে নগরীর সুরমা নদীরপারে ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে ট্রফি উন্মোচন করা হয়।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা ও ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর ফটোসেশনের মাধ্যমে ট্রফি উন্মোচন করেন।

আগামীকাল রোববার থেকে, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এর মধ্যে তিনটি ম্যাচ মূল গ্রাউন্ডে ও দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে গ্রাউন্ড-২ তে।

এরপর দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৩০ এপ্রিল। দু’টি ম্যাচই হবে দিবারাত্রির। যা মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। এরপর ২ ও ৬ মে সিরিজের তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। ম্যাচগুলো শুরু হবে বেলা ২ টায়।

সিরিজের শেষ ম্যাচটি হবে দিবারাত্রির। সেই ম্যাচটিও মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। ৯ মে সেই ম্যাচ দিয়েই বাংলাদেশ সফরের ইতি টানবে ভারতীয় মেয়েরা।

 

Share





Related News

Comments are Closed