Main Menu

পাকুন্দিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কের বরাটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ীয়া গ্রামের শহিদুল্লার ছেলে সদ্য বিদেশ ফেরত নাঈম (২৮) এবং পাইক লক্ষীয়া গ্রামের আবুল কালামের ছেলে শরীফ (২২)।এছাড়া লিজা (২৩) নামের একজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সন্ধ্যা ৬ টার দিকে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নাঈম মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে শরীফ মারা যায়। এছাড়া শরীফের বোন লীজা আহত হয়ে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি নিউজকে বলেন, বরাটিয়া এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed