Main Menu

কাশিমপুর কারাগারে মারা গেলেন বিএনপি নেতা

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আসাদুজ্জামান হিরা খান (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

আসাদুজ্জামান গাজীপুর শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের মৃত গিয়াস উদ্দিন খানের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে আসাদুজ্জামানের বুকে ব্যথা উঠলে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, গত ২৯ অক্টোবর আসাদুজ্জামানকে একটি বিস্ফোরক মামলায় গাজীপুরের জেলা কারাগারে নেওয়া হয়। পরে গত ১০ নভেম্বর কাশিমপুর কারাগারে আনা হয়।

গত ২৮ অক্টোবর ঢাকার বিএনপির সমাবেশে যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয়।

Share





Related News

Comments are Closed