আওয়ামী লীগ আবারও বিজয়ী হয়ে সরকার গঠন করবে: পররাষ্ট্রমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হয়ে সরকার গঠন করবে এমন আশা ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সিলেট-১ আসনে পুণরায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর মঙ্গলবার (২৮ নভেম্বর) প্রথমবারের মতো সিলেট আসেন এ আসনের বর্তমান সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন পররাষ্ট্রমন্ত্রী।
এসময় বিমানবন্দরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, দল এবং আমার সভানেত্রী আমাকে মনোনিত করেছেন। আমি আপনাদের কাছে প্রার্থনা চাইবো যাতে আমি নির্বাচনে জয়ী হয়ে সিলেটবাসীর সেবায় আন্তরিক ভাবে কাজ করতে পারি। নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে এ আশা ব্যাক্ত করেন তিনি।
বিমানবন্দরে সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল ছাড়াও কয়েক হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
Related News
সিলেটে তিন গাড়ির সংঘর্ষ, মোটরসাইকেল আরোহির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়াপোর্ট সড়কে একসঙ্গে ৩ গাড়ির সংঘর্ষে মোটরসাইকেল আরোহি তানজিল করিম (১৬)Read More
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সিলেটে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমাRead More
Comments are Closed