Main Menu

সিলেটে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শেষে আবারও বাংলাদেশে পা রেখেছে নিউজিল্যান্ড। এবার তারা খেলবে দুটি টেস্ট। যার প্রথমটি হবে সিলেটে। আর তাই মঙ্গলবার রাতেই ঢাকায় পৌছে বুধবার (২২ নভেম্বর) বেলা ১২টা ১৫ মিনিটে বিমানের একটি ফ্লাইটে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তারা।

বিমানবন্দরে নিউজিল্যান্ড দলকে ফুল দিয়ে বরণ করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম।

বিমানবন্দর থেকে নিউজিল্যান্ড ক্রিকেট দল চলে যায় গ্রান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে। সেখানে আজ বিশ্রাম করবেন দলটির ১৭ ক্রিকেটার।

এর পরের দুই দিন বৃহস্পতিবার ও শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড ২ এ অনুশীলন করবে নিউজিল্যান্ড দল। একদিন বিশ্রাম নিয়ে এর পরের দুই দিন রবি ও সোমবার আবার অনুশীলন করে আগামী ২৮ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে দলটি।

এদিকে, বাংলাদেশ দলের ক্রিকেটাররা ঢাকা থেকে সিলেটে আসবেন বুধবার রাতে। আগামী ২৮ নভেম্বর সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার সিলেটে দুই দলেরই অনুশীলনের কথা রয়েছে। এরপর দুই দলই ঢাকায় ফিরবে। ৬ ডিসেম্বর থেকে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

Share





Related News

Comments are Closed