Main Menu

পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১৪

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৪ জন আহত হয়েছে। আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় দেখা দিয়েছে কুকুর আতংক।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে বহুলা গ্রামে বেশ কয়েকটি কুকুর যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়ে দিচ্ছে। প্রথম দিকে রিনা আক্তার নামে এক নারী ও তানভীর আহমেদ নয়ন নামে এক যুবককে কামড়ায় কুকুরেরদল। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এরপর একে একে শিশুসহ অন্তত ১৪ জন লোককে কামড়ে দেয় কুকুরের দল। তারাও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়।

এদিকে, বিষয়টি এলাকায় জানাজানি হলে কুকুরের দলটিকে মারার জন্য লাঠিসোটা নিয়ে বের হয় একদল যুবক ও কিশোর। যদিও দৌড়তে দৌড়তে কুকুরগুলো কেথায় গেছে আর পাওয়া যায়নি।

এ বিষয়ে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান, পাগলা কুকুরের কামড়ে আহতরা নির্দিষ্ট সময়ে চিকিৎসা না নিলে জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই কুকুরে কামড়ানো সবাইকে চিকিৎসা নিতে হবে।

Share





Related News

Comments are Closed