Main Menu

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে কিশোরের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লালারচক সীমান্তে বিএসএফের গুলিতে আহত ফেরদাউস (১৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত ফেরদাউস শরীফপুর ইউনিয়নের লালারচক গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।

বুধবার (৪ অক্টোবর) রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুল হক। তিনি জানান, গত ১ অক্টোবর সন্ধ্যায় ফেরদাউসসহ একটি দল লালারচক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে।

তখন বিএসএফের সদস্যরা গুলি চালালে ফেরদাউস গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার রাতে সে মারা যায়।

ফেরদাউসের বড়ভাই ওয়াস কুরুনির দাবি, তার ছোটভাই ওইদিন সন্ধ্যায় নিজেদের গৃহপালিত গরু আনতে সেখানে যায়। এ সময় বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক জানান, মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

Share





Related News

Comments are Closed