প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, বিমানবন্দরে গ্রেপ্তার ধর্ষক

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি মাজহারুল ইসলাম (৩৫)কে বিদেশ পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মাজহারুল ইসলাম মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামের ফালু মিয়ার ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামে গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার দিকে এক প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়।
এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর ভিকটিম বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।
এই মামলার এজাহারভুক্ত আসামি মাজহারুল ইসলাম গ্রেপ্তার এড়াতে গোপনে বিদেশ পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে এবং তাকে আনতে ঢাকায় পুলিশ পাঠানো হয়েছে।
Related News

লাখাই উপজেলার ৩ বিএনপি নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে দুজনকেRead More

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলায় তেলবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাRead More
Comments are Closed